সংক্ষিপ্ত ইতিহাস

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় দীর্ঘ ৬০ বছর ধরে ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও সগৌরবে দাঁড়িয়ে আছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়টি। জনশ্রুতি আছে, এটি হালুয়াঘাটের শ্রেষ্ঠ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। ৬০ বছর পেরিয়েও আলো ছড়িয়ে যাচ্ছে স্বমহিমায়।

হালুয়াঘাট উপজেলার পৌর শহরে বিদ্যালয়ের অবস্থান। মাত্র ১০ জন মেয়েকে নিয়ে ১৯৬৪ সালে প্রায় ২০০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি গড়েছিলেন এলাকার শিক্ষানুরাগী কতিপয় মহতী ব্যাক্তি।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫২০ ছাত্রী আছে। ১৬ জন শিক্ষকসহ কর্মচারী আছেন ৭ জন। প্রায় ৫০ শতাংশ জমির ওপর ২৪ কক্ষবিশিষ্ট ২টি দ্বিতল ও ১টি বহুতল ও ১টি হল ভবন রয়েছে। বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৯০-এর বেশি। অধিকাংশ সময়ই উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা সর্বোচ্চ।

এর মধ্য উল্লেখযোগ্য হলো ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ৩০টি A+ সহ উপজেলায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জন ও ২০২৪ সালে ১৩টি A+ । এ ছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞানাগার, ডিজিটাল কম্পিউটার ল্যাব, স্কুল অব ফিউচার প্রোগ্রাম, আইসিটিডি রোবটিক্স কর্ণার, ডিজিটাল হাজিরা সিস্টেম রয়েছে।

বিদ্যালয় সূত্র বলছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী সরকারের মন্ত্রণালয়, বুয়েট, মেডিকেল সহ বিভিন্ন উচ্চপদে কর্মরত রয়েছেন।

বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ হালুয়াঘাট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে।

গারো পাহাড়ের পাদদেশে শিক্ষার আলো ছড়াচ্ছে বালিকা বিদ্যালয়টি।


First Update: 15-09-2023 11:09:45 AM
Last Update: 25-12-2024 02:55:45 AM